Install CWM RECOVERY For Your Symphony W10

আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই এই বিষয়ে টিউন করার ইচ্ছা ছিলো,নানা কারনে করা হয়নি।যা ই হোক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্ফনি W10 স্মার্টফোনে clockworkmode recovery ইন্সটলের খুবই সহজ একটি পদ্ধতি :)
টেকটিউন্সে এইটা আমার প্রথম টিউন,কোন ভুল হলে ক্ষমা করবেন :D
কাজের কথায় চলে আসি, clockworkmode recovery সংক্ষেপে cwm ইন্সটল করার জন্য আপনার দরকার হবে তিনটি ফাইল! সবার সুবিধার কথা ভেবে ফাইলগুলো আমি জিপ করে আপলোড করে দিয়েছি।

  • ১. নিচের লিংক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। লিংক: http://db.tt/j9w0xE3U
  • ২. ফাইলটি আনজিপ করুন,আনজিপ করতে মোবাইল অথবা কম্পিউটারের সাহায্য নিতে পারেন।
  • ৩. আনজিপ করার পর তিনটি ফাইল পাবেন।
    MT6573_ANDROID_SCATTER.TXT এবং recovery.img ফাইল দুটি মেমোরি কার্ডে রাখুন।
    মনে রাখবেন এই ফাইল দুটি মেমোরি কার্ডের কোন ফোল্ডারের ভিতর রাখা যাবেনা অর্থাৎ ফাইল দুটি sdcard/ এ রাখতে হবে।
  • ৪. এখন MobileUncle_Tools.apk ফোনে ইন্সটল করুন,app টি রান করে GET STARTED প্রেস করে FLASH RECOVERY FROM SDCARD প্রেস করে RECOVERY.IMG সিলেক্ট করুন।
  • ৫. ৭/৮ সেকেন্ড লোডিং হয়ে থেমে গেলে বুঝবেন কাজ হয়ে গেছে। এখন REBOOT TO RECOVERY সিলেক্ট করলে রিকভারি মুডে চলে যাবেন এবং cwm recovery 5 লেখা দেখতে পাবেন :)
কিন্তু যদি লোডিং হওয়ার পর সিম্ফনির বুট মেন্যু এসে হ্যাং হয়ে যায় তাহলে বুঝবেন কাজ হয়নি! এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার মেমোরি কার্ডের রুটে ঐ দুটি ফাইল ছাড়া অন্যকোন ফাইল যেন না থাকে,কোন ফাইল থাকলে সেগুলো কোন একটি ফোল্ডারে কাট করে রাখুন। এখন আবার সম্পুর্ন প্রসেসটি ট্রাই করুন।
ইনশাআল্লাহ কাজ হবে। এরপরেও যদি কাজ না হয়,একটি ফ্রেশ মেমোরি কার্ড অর্থাৎ সম্পুর্ন খালি ফম্যাট করা মেমোরি কার্ড ব্যাবহার করে সম্পুর্ন প্রসেসটি পুনরায় ট্রাই করুন ফ্রেশ মেমোরি কার্ড ব্যাবহার করলে এই পদ্ধতিটি ১০০% কাজ করবে।
আশা করছি এই টিউন আপনাকে এনড্রয়েডের চূরান্ত মজা নিতে ব্যাপক সাহায্য করবে।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানান এছাড়াও ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন
Thanks for reading my news about Install CWM RECOVERY For Your Symphony W10 at my blog Mods Firmware if you want too share this article, please put the resource, and if you think this article is very usefully dont forget to bookmark this site with CTRL + D on your keyboard to web browser.

New and Hot Article's :