How To Flash Your Android By SP Flash Tool [SP FLASH TOOL]

নানা কারনে আপনার স্মার্ট ফোনটি ব্রিক করতে পারে ।। তখন স্টক রম ফ্ল্যাশ করতে হয় ।। আজকে এই পোস্টে দেখানো
হবে কিভাবে সহজেই রম ফ্ল্যাশ দেয়া যায় ।।
যা যা লাগবেঃ
২. আপনার মোবাইলের ড্রাইভার
যেভাবে স্টক রম ফ্ল্যাশ করবেনঃ
১. প্রথমে USB Driver ইন্সটল করে নিন ।।
২. স্টক রমটি এক্সট্রাক করে নিন ।।
৩. SP Flash Tool ডাউনলোড করুন
৪. SP Flash Tool ফোল্ডারের থেকে sp tool.exe ওপেন করুন ।।
Open-Flash-Tool
৫. Scatter-loading এ ক্লিক করে scatter_emmc.text ফাইলটি সিলেক্ট করুন ।।
Smart-Phone-Flash-Tool
৬. এবার দেখুন sp tool এর নিচে সব গুলো option টিক দেওয়া আছে কি না । না থাকলে সব গুলো option টিক দিয়ে দিন
৭. এখন Download এ ক্লিক করুন ।
Begin-Stock-Rom-Flash-Process
৮. মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন আর USB cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন ।।
৯. সবকিছু ঠিক মত করলে অটো ফ্ল্যাশ শুরু হবে ।।
১০. ঠিক মত ফ্ল্যাশ হয়ে গেলে সবুজ গোল সিগন্যাল দেখাবে ।।
Green-Ring-in-Smart-Phone-Flash-Tool
১১. এবার sp tool ভাল ভাবে close করে usb ডিসকানেক্ট করুন ।
১২. ফোন on করুন । প্রথম অবস্থায় মোবাইল চালু হতে ৫/৬ মিনিটের মত সময় নিবে ।
Thanks for reading my news about How To Flash Your Android By SP Flash Tool [SP FLASH TOOL] at my blog Mods Firmware if you want too share this article, please put the resource, and if you think this article is very usefully dont forget to bookmark this site with CTRL + D on your keyboard to web browser.

New and Hot Article's :