[বিঃদ্রঃ- এটা Android অ্যাডভান্স ইউজারদের জন্য, তাই সম্পুর্ন নিজ দ্বায়িত্তে কাজটি করবেন]
প্রয়োজনীয় উপকরণ
- ১- কম্পিউটার।
- ২- একটি GIF অ্যানিমেশন তৈরির সফটওয়্যার। না থাকলে এখান থেকে “Ulead GIF Animator 5 ডাউনলোড” করতে পারেন।
- ৩- Gif to BootAnimation তৈরির সফটওয়্যার “ডাউনলোড লিংক”
- ৪- Android ফোন (Rooted এবং CWM/TWRP রিকভারি মোড যুক্ত)
GIF অ্যানিমেশন তৈরি
আপনার কাছে যদি পছন্দের GIF অ্যানিমেশন থাকে তাহলে ওটা দিয়েও Boot Animation তৈরি করতে পারবেন। অথবা যারা ভালো GIF অ্যানিমেশন তৈরি করতে জানেন, তারা তাদের পছন্দের সফটওয়্যার ব্যবহার করে GIF অ্যানিমেশন তৈরি করে নিন। (ফোনের রেজুলেশন এর সাথে মিল রেখে GIF অ্যানিমেশন তৈরি করবেন, এতে দেখতে সুন্দর লাগবে)আর যারা GIF অ্যানিমেশন তৈরি করতে জানেন না, তারা Ulead GIF Animator ব্যবহার করে পছন্দের ছবি দিয়ে সহজেই তৈরি করতে পারবেন। ছবি দিয়ে GIF অ্যানিমেশন তৈরির জন্য, পছন্দের ছবি গুলো একটি ফোল্ডারে নিয়ে ফোনের রেজুলেশন অনুযায়ী রিসাইজ করে নিন। Ulead GIF Animator ওপেন করুন, এবং File থেকে Animation Wizard এ ক্লিক করুন।
Animation Wizard থেকে ছবির রেজুলেশন অনুযায়ী রেজুলেশন ঠিক করুন। এবং Add Images থেকে পছন্দের ছবি গুলো অ্যাড করুন।
এখন FPS (frames per second) ঠিক করুন, FPS বাড়ানো-কমানোর সাথে Animation এর স্পীড বাড়ে-কমে।
এবং সব কিছু ঠিক করে File থেকে Save as–> GIF File দিয়ে সেভ করে নিন (ইচ্ছা করলে সফটওয়্যারটি থেকে বিভিন্ন ইফেক্টও যোগ করতে পারেন)
বুট অ্যানিমেশন তৈরি
আপনার পছন্দের GIF ফাইল তৈরি হবার পর, Gif to BootAnimation সফটওয়্যারটি ওপেন করুন। [বিঃদ্রঃ- আপনার পিসির এন্টিভাইরাস "Gif to BootAnimation" সফটওয়্যারটিকে ভাইরাস হিসেবে সনাক্ত করে নষ্ট করে দিতে পারে, কিন্তু নিশ্চিত থাকেন এতে কোন ভাইরাস নেই, তাই "Gif to BootAnimation" সফটওয়্যার নিয়ে কাজ করার সময় এন্টিভাইরাসটি বন্ধ করে নিবেন] Gif to BootAnimation সফটওয়্যারটি ওপেন করুন। আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী রেজুলেশন ঠিক করুন এবং আপনার পছন্দের GIF ফাইলটি লোড করুন।GIF ফাইলটি লোড হবার পর নিচের প্রিভিউ দেখাতে শুরু করবে। এবার পছন্দ মত FPS ঠিক করে নিন।
সব কিছু ঠিক করার পর এবার Boot Animation ফাইলটি সেভ করুন। ডান পাসে দেখুন সেভ করার জন্য ২টি অপশন দেয়া আছে। Save bootanimation.zip (ইন্সটল এর জন্য, Root Ex–> System–> Midia তে গিয়ে bootanimation.zip এর সাথে রিপ্লেস করতে হবে) Save CWM Update (ইন্সটল এর জন্য, CWM/TWRP রিকভারি মোড থেকে ইন্সটল করতে হবে) পছন্দ মত অপশন বেছে নিয়ে সেভ করে নিন আপনার তৈরিকৃত Boot Animation।
একটি টিপস জেনে রাখুন
যদি কখনও পছন্দের কোন Boot Animation পান, কিন্তু আপনার ফোনের রেজুলেশন এর সাথে মিল নেই সেক্ষেত্রে করনীয়… bootanimation.zip ফাইলটি আনজীপ করুন, দেখবেন part0, part1 এই রকম ফোল্ডার আছে এবং bootanimation এর ইমেজ ফাইল গুলো পাবেন। এবার ইমেজ ফাইল গুলো সিরিয়াল অনুযায়ী সাজিয়ে, আপনার ফোনের রেজুলেশন এর সাথে মিল রেখে GIF ফাইল এবং GIF ফাইল থেকে bootanimation তৈরি করে নিন।Thanks for reading my news about নিজেই তৈরি করুন Android ফোন এর জন্য বুট অ্যানিমেশন at my blog Mods Firmware if you want too share this article, please put the resource, and if you think this article is very usefully dont forget to bookmark this site with CTRL + D on your keyboard to web browser.